স্টাফ রিপোর্টার::
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্ম উৎসব শারদীয় দূর্গাপূজায় ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সুনামগঞ্জ জেলার
জগন্নাথপুর উপজেলায় এবার
৪১টি পূজা কেন্দ্রে ৫টি মোবাইল টিম রয়েছে। প্রতিটি টিমে ১০জন করে সদস্য দায়িত্ব পালন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্স্যরা দিনরাত নিরাপত্তা দিয়ে গেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সুনামগন্জ জেলার জেলা কমান্ড্যান্ট এনামূল খানেঁর নেতৃত্বের চলছিল এ কার্যকম।
এ ব্যাপারে অানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
জগন্নাথপুর উপজেলার কর্মকর্তা (ভাঃপ্রা) অফিসার জিল্লুর রহমান বলেন, দূর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে এবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরো শক্তিশালী ভূমিকা পালন করছে। সদস্যদের অস্ত্র দিয়ে পূজামন্ডপে নিরাপত্তা প্রদান করছেন। নিরাপত্তার পাশাপাশি পূজামন্ডপে করোনা সচেতনতা বৃদ্ধি করতেও আনসার বাহিনীর সদস্যরা ভূমিকা পালন করেছে।
Leave a Reply