বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার
মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র শ্লোগানে
কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভা আজ শনিবার (৩১/১০/২০ইং) সকালে জগন্নাথপুর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে ও সাংবাদিক আবদুল হাই এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,জগন্নাথপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া,জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোসলেহ উদ্দিন আহমেদ,
পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক শফিক , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সহ সভাপতি আনহার মিয়া,পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক,মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন,পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছুর রহমান,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আবদুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর খলিলুর রহমান,কাউন্সিলর আবাব মিয়া, অন্যান্য দের মধ্যে
বক্তব্য দেন উপজেলা শ্রমিকলীগ নেতা নুরুল হক,পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু মিয়া,কমিউনিটি পুলিশিং সুনামগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম,
সংবাদকর্মী শাজন মিয়া ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, মীরপুর ইউনিয়ন যুবলীগ নেতা দোলন মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা ফকির আজিজ।
সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান, রফিকুল ইসলাম
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, প্যানেল মেয়র ২ সুহেল মিয়া,কাউন্সিলর গিয়াসউদ্দিন মুন্না, দেলোয়ার হোসেন, মীনা রানী পাল,আয়ারুন নেছাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কমিউনিটি পুলিশিং বিষয়ে বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কে জনগন সহযোগিতা করতে হবে। পুলিশকে জনগণের বন্ধু ভাবতে হবে। পুলিশও জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে। যাতে সাধারণ মানুষ পুলিশকে ভয় না পায়।
বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর উন্নয়ন নিয়ে সুনামগঞ্জে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জগন্নাথপুরবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
Leave a Reply