নবীগঞ্জ প্রতিনিধি ::
একটি বিশ্বস্ত ও আদর্শ সংবাদ পত্র বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকারবদ্ধ হয়ে নবীগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক ইনাতগঞ্জ বার্তা’র পরামর্শ সভাও প্রধান সম্পাদক ও প্রকাশক, নবীগঞ্জ প্রেসক্লাবে’র সিনিয়র সহ সভাপতি আশাহীদ আলী আশা’র জন্মদিন উদযাপন।
২৯ নভেম্বর (শনিবার) সন্ধা সাড়ে ৭টায় নবীগঞ্জ আরজু হোটেল এন্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইনাতগঞ্জ বার্তা’র সম্পাদক মন্ডলীর সভাপতি,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য আনোয়ার হোসেন মিটু।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে ছিল পত্রিকার বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা ও নানান বিনোদন মূলক কর্মসূচি।
সভায় সম্পাদকমন্ডলীর সভাপতি আনোয়ার হোসেন মিটু ও প্রধান সম্পাদক ও প্রকাশক আশাহীদ আলী আশা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রয়োজনীয় আদেশ-উপদেশ প্রদান করেন যাহা পত্রিকার উন্নয়নে যথেষ্ঠ সহায়ক ভূমিকা রাখবে।
সম্পাদকমন্ডলীর সভাপতি উনার আলোচনার এক পর্যায়ে সাংবাদিকদের কাজে সন্তুষ্টি প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,
সাংবাদিকদের লেখনী হবে দেশের উন্নয়ন। দেশ ও দেশের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা থাকতে হবে। যে লেখনীতে দেশের ক্ষতি হয় সে লেখনী থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে। এবং দৈনিক ইনাতগঞ্জ বার্তায় যেকোন প্রকার তথ্যহীন সংবাদ পরিবেশন থেকে বিরত ও মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় এমন সংবাদ সর্বদা প্রকাশের আহবান জানান।
প্রধান সম্পাদক ও প্রকাশক আশাহীদ আলী আশা’র বক্তব্যে জানান সরকারি বিধিমালা অনুযায়ী দৈনিক ইনাতগঞ্জ বার্তা’র নিবন্ধনের পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, আমি আশারাখি আমাদের নিউজ পোর্টাল দেশ ও জাতির কল্যাণে ব্যাপক প্রকাশ ও বিস্তার লাভ করবে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠকদের ব্যাপক আগ্রহের কথা বিবেচনা করে সার্কুলেশন বৃদ্ধিসহ পত্রিকার গুনগতমান ও সত্য প্রকাশে নিরন্তন প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি আশা করি সকল সাংবাদিক ভাইয়েরা নিষ্ঠার সাথে কাজ করে দৈনিক ইনাতগঞ্জ বার্তা’র সুনাম অক্ষুন্ন রাখবে।
এ-সময় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবে’র সভাপতি ও দৈনিক ইনাতগঞ্জ বার্তার বিশেষ প্রতিনিধি মোঃ নাবেদ মিয়,দৈনিক ইনাতগঞ্জ বার্তা’র নির্বাহী সম্পাদক আলী জাবেদ মান্না, বার্তা সম্পাদক ইকবাল হোসেন তালুকদার,
প্রধান প্রতিবেদক অঞ্জন রায়, স্টাফ রিপোর্টার আলাল মিয়া।
অনুষ্ঠানের এক পর্যায়ে দৈনিক ইনাতগঞ্জ বার্তা পরিবারের পক্ষ থেকে দৈনিক ইনাতগঞ্জ বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল ইসলাম প্রধান সম্পাদক ও প্রকাশকের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা গিফট তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply