দৈনিক দেশ বাংলা ডেস্ক রিপোর্ট ::
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন আস্বাধীন বাংলা প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদে সুযোগ্য উত্তরসূরি আজিজুস সামাদ আজাদ ডন। আজ
সোমবার (৭ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার হাতে মনোনয়ন পত্র তুলে দেন।
আজিজুস সামাদ আজাদ ডনকে কার্যনির্বাহী সদস্য করায় পুরো সুনামগঞ্জ জুড়ে নেতাকর্মিদের মাঝে আনন্দ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতা-কর্মি ও সমর্থকরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডনের সহধর্মিনী মুমতাহিনা হাসনাত রিতু সারাদিন ডট নিউজকে বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা তিনি আজিজুস সামাদ আজাদ ডনকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। তিনি সুনামগঞ্জ বাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা রেখে তাকে কার্য নির্বাহী সদস্য করেছেন। সেই আস্থা সব সময় অটুট রাখতে আমরা কাজ করে যাব। এই অঞ্চলে প্রধানমন্ত্রীর হাত অর্থাৎ আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে আমরা সচেষ্ট ভূমিকা রাখব।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও ধন্যবাদ জানান মুমতাহিনা হাসনাত রিতু।
আজিজুস সামাদ আজাদ ডন স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রখ্যাত রাজনীতিবিদ প্রয়াত আব্দুস সামাদ আজাদের ছেলে। ৭৫-পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরেন আব্দুস সামাদ আজাদ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে পররাষ্ট্রমন্ত্রী হন আবদুস সামাদ আজাদ। ২০০৫ সালে মারা যান বর্ষীয়ান জননেতা আব্দুস সামাদ আজাদ।
যু. নি. জি.
Leave a Reply