রিয়াজ রহমান জগন্নাথপুর (সুনামগঞ্জ) –
জগন্নাথপুর পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্তারুজ্জামান আক্তারের সমর্থনে এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আসান্ন জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জগন্নাথপুর উপজেলার সাবেক সভাপতি স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্তারুজ্জামান আক্তারের চামচ মার্কার সমর্থনে আজ ৭ ই জানুয়ারী বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর এলাকার ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় সমাজ সেবক সাহেদ আহমদ,মাস্টার আব্দুল কাদির,আব্দুল কদ্দুস, আসিক মিয়া,ফরিদ উল্লাহ,আলা মিয়া,সাজিদ উল্লাহ, আলি হুসেন,শাহিন মিয়া,আব্দুল মনাফ,আবুল খায়ের,শাহ শাকিল,ফয়েজআহমদ,সুমন,ওলিউর,চন্দন,হুমায়ুন,সেলম,রিপনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply