রিয়াজ রহমান::
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌর সভা নির্বাচন ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন প্রথম বারের মতো জগন্নাথপুরে ইভি এম (যান্ত্রিক) প্রদ্ধতিতে নির্বাচনে ভোট প্রদানের ঘোষনায় ভোট দেওয়ার পদ্ধতি সাধারন ভোটাররা অবগত না থাকায় ভোট দেয়া নিয়ে ভোটাররা পড়েছেন বেকায়দায়। নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্ধী প্রার্থীদের প্রচার প্রচারনায় মিছিল মিটিং এ সরগরম হয়ে উঠেছে পৌর এলাকা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও তাদের সমর্থকরা ততই মরিয়া হয়ে উঠছে। নির্র্বাচনে মেয়র প্রার্থীরা হলে বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূইয়া (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার প্রতিক (চামচ), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজাদ আলী শফিক প্রতিক (মোবাইল ফোন), স্বতন্ত্র প্রার্থী জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিষ্ণু রায় প্রতিক (জগ)। কাউন্সিলর পদে প্রার্থীরা হলেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর খলিলুর রহমান , শাহীন মিয়া, আব্দুল ওয়াহাব ,আব্দুল বশির , ছালিক মিয়া আলাউর রহমান । ২নং ওয়ার্ডে এমদাদুল হোসেন ,মল্লিক ইমরান মিয়া ,জিতু মিয়া ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তাজিবুর রহমা, আলাল হোসেন, লিটন মিয়া ।৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোসাইন, বাবুল মিয়া বাবুল সাবেক কাউন্সিলার সুহেল আমীন,কবির মিয়া, কামাল উদ্দিন, তাইফুর রহমান নাহিদ, আব্দুল কাইয়ুম বাবর, ফজর আলী। ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শফিকুল হক, আব্দুল কাইয়ুম, মঈন উদ্দিন । ৬নং ওয়ার্ডে আলী হোসেন ,আব্দুল কাদির, সাংবাদিক গোবিন্দ দেব, কৃঞ্চ চন্দ্র চন্দ। ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সুহেল আহমদ, ছালিক আহমদ ,সৈয়দ জিতু মিয়া, ইলিয়াস আলী। ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবাব মিয়া, সাফরোজ ইসলাম ,শামীম আহমদ, শাহানুল হক। ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দীপক গোপ, ছমির উদ্দিন ,আনহার মিয়া, আবু তালেব। মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে শিল্পী বেগম ও আয়ারুন নেছা। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে অর্চনা ধর ,বাহারজান , পিয়ারা বেগম। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সুর্বনা শর্মা, বাবলি বেগম, নার্গিস ইয়াসমিন ও ফুলবানু বেগম প্রতিদ্বন্ধীতা করছেন। প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করতে ও ভোটারদের মন জয় করতে ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু ভোটাররাও সচেতন তারা সৎ, যোগ্য ও নির্লোভ প্রার্থীদের বিজয়ী করতে করছেন চুল ছিড়া বিশ্লেষন। নির্বাচনে মেয়র পদে ৫ জন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯জন ও সাধারন কাউন্সিলার পদে ৯টি ওয়ার্ডের ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬ শ ৪২জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ ৯২ ও মহিলা ভোটার ১৪ হাজার ২শ ৫০জন।
প্রসঙ্গত: ১৯৯৯ইং সালে জগন্নাথপুর সদর ইউনিয়ন পরিষদ পৌরসভায় উন্নীত হলে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তৎকালীন ইউপি চেয়ারম্যান মো: মুকিত মিয়া ও প্রথম পৌর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন প্রয়াত হারুনুর রশীদহিরন মিয়া। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার পুত্র বর্তমান মেয়র মিজানুর রশীদ ভুইয়া।
Leave a Reply