স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গরু চোর সিন্ডিকেটের আটককৃত চার সক্রিয় সদস্যকে আজ রবিবার (৩১ জানুয়ারী) সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলখালাপাড় গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে সানোয়ার হোসেন সানু (৩৩), একই গ্রামের নজির আলীর ছেলে ছালিক মিয়া ওরফে বাচ্চু (২৪), জগন্নাথপুর পৌরএলাকার ভবানীপুরের মৃত গয়াছ আলীর ছেলের আনাই মিয়া (২৬) ও ইকড়ছই এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুস শহিদ (২০)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর পৌরশহরের ভবানীপুর এলাকায় এক কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করে পিকআপ গাড়ীতে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের ধাওয়ায় চোররা পালিয়ে গেলেও পিকআপ গাড়ীটি আটক করে পুলিশে সোর্পদ করা হয়। শুক্রবার পুলিশ ওই গাড়ীর চালক আব্দুস শহিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে গরু চুরির একটি বিশেষ আস্তানার সন্ধান পেয়ে ওইদিন রাত ৮টার দিকে আলখালাপাড় এলাকায় অভিযান চালিয়ে সানোয়ার হোসেন সানুর বাডীতে তল্লাশি করে একটি বিশেষ গোপন কক্ষ থেকে ৭টি চুরি যাওয়া গরু উদ্ধার করে। এঘটনায় পুলিশ আনাই ও বাচ্ছু কে আটক করে। আটককৃতদের দেয়া তত্ত্বের ভিত্তিতে গত শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আরো ২২টি গরু উদ্ধার করেছে।
এদিকে থানায় গরুসহ চোর ধরা পড়েছে এমন সংবাদে জগন্নাথপুর সহ উপজেলার আশপাশ অঞ্চলে ছড়িয়ে পড়লে চুরি যাওয়ার গরুর মালিকগন থানায় ভির করেন। জগন্নাথপুর থানার সামনে কথা হয় উপজেলার বড়কাপন গ্রামের কৃষক ফরহাদ মিয়ার সঙ্গে। তিনি বলেন সম্প্রতি রাতের আঁধারে গোয়ালঘর থেকে হালের দুটটি গরু চুরি হয়ে যায়। অনেক স্থানে খোঁজাখুজি করেও গরুর সন্ধান মিলেনি। গত শুক্রবার খবর পাইলাম, জগন্নাথপুর থানায় চোরসহ অনেক গরুর ধরা পড়েছে। এই খবর পেয়ে থানায় এসে চুরি যাওয়া দুইটি গরু শনাক্ত করেছি। হারানো সম্পদ চোখের সামনে দেখতে পেয়ে তিনি আনন্দিত। তবে চুরি যাওয়া গরু আদালতের মাধ্যমে নিজের প্রমাণ করে নিতে হবে ।
অভিযানে অংশ নেয়া জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব আহমদ জানান, অভিযানেকালে আমরা অনুসন্ধান করে একটি বাড়ীর বসতঘরে বিশেষ গোপন কক্ষ দেখতে পাই। সেই কক্ষে চুরি যাওয়া ৭টি গরু মিলেছে। পুলিশী জিজ্ঞাসাবাদে আসামারি স্বীকার করেছে চুরি করে আনা গরুগুলো গোপন ঘরে রাখা হত। গোপন ঘরটি কেউ দেখার সুযোগ ছিলনা। তিনি জানান, চুরি যাওয়া গরুগুলো কৃষদেরর ঘরের গরু।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গরু চোর সিন্ডিকেলে মূল হোতা সানি সহ আটক চারজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া গরুগুলো সনাক্ত করণের কাজ চলছে।
Leave a Reply