জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালী স্লুইচ গেইট নামক স্থানে মালবাহী ট্রলি উল্টে আফজল মিয়া নামের এক ট্রলি চালক গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আফজল মিয়া উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়া নোয়াগাঁও গ্রামের আরশ আলীর ছেলে । জানাযায় আজ ১১ মার্চ বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর বাজার থেকে মাল নিয়ে নলুয়া নোয়াগাঁও গ্রামে যাওয়ার পথে ভুরাখালী স্লুইচ গেইট এলাকার নলুয়া নোয়াগাঁও যাওয়ার ড্রাইভেশনে আশা মাত্র নিয়ন্ত্রন হারিয়ে ট্রলিটি উল্টে আফজল মিয়া আহত হয়। স্থানীয় ইউ/ পি সদস্য রনধীর কান্তি দাস রান্টু জানান স্লুইচ গেইট এলাকায় ৪ নং পিআইসির ফসল রক্ষা বেঁড়িবাঁধ অবস্থিত । উক্ত বেঁড়ি বাঁধটি আমাদের এলাকার একমাত্র যোগাযোগের রাস্তা । প্রতি বছর এলাকাবাসী উক্ত বেঁড়ি বাঁধ যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করে থাকে। এবার ৪ নং পিআইসি কমিটি এলাকার লোকজনকে ফসর রক্ষা বেঁড়ি বাঁধের উপর দিয়ে যাতায়াতে বাঁধা প্রদান করার কারনে এলাকাবাসী গত ৮ মার্চ উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর ৪ নং পিআইসির বেঁড়ি বাঁধের ১০০ মিটার যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহারের অনুমতি জন্য আবেদন করেন । আবেদনের ৪ দিন অতিবাহিত হওয়ার পর এই ব্যবপারে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নাই। তিনি আরো বলেন, এ নিয়ে দুবার ট্রলি অ্যাক্সিডেন্ট হয়েছে, জরুরী ভিত্তিতে জনগনের যাতায়াতের সু-ব্যবস্থা না করলে দূঘটনা বা প্রাণহানীর ঘটনা ঘটতে পারে।
Leave a Reply