একরাম হাসানঃ
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এটাই অামাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত! মানুষ হয়ে যদি মানুষকেই ভালোবাসতে না পারি মানুষের বিপদে না এগিয়ে অাসতে পারি তাহলে অামরা কিসের মানুষ! তাই অাসুন অামরা সকল মানুষ মানুষের তরে মানবিক হয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকি।
ওসি শ্যামল বণিক
সম্প্রতি প্রায় দেড় বছর পূর্বে মানসিক ভারসাম্যহীন লায়েক মিয়া (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর অনেক খুঁজা খুঁজি করে ব্যর্থ হয়ে, সন্ধান না পাওয়া সন্তানের অাশা ছেড়েই দিয়েছিলেন তার হতদরিদ্র বৃদ্ধ মা শুনুরি বেগম ও তার পরিবার। কিন্তু অাশার বাণী শুনালেন ওসি শ্যামল বণিক। অবশেষে ওসমানীনগর ওসি শ্যামল বণিক এর সার্বক্ষনিক প্রচেষ্টায় ও যুক্তরাজ্য অাওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অানোয়ারুজাম্মান এর সহযোগিতায় দীর্ঘ দিন নিখোঁজ হওয়া লায়েক মিয়াকে তার পরিবারের কাছে ফিরে দিতে পেরেছেন।
জানাযায় ওসমানীনগর উপজেলার বুরুঙ্গগা গ্রামের পূর্ব তিল পাড়ার অাব্দুরহমান ও শুনুরা বেগমের দম্পতির মধ্যে পাচঁ ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে ছিল লায়েক। লায়েক কিশোর কাল থেকে অনেকটা মানসিক ভারসাম্যহীন হওয়াই দেড় বছর পূর্বে সে নিখোঁজ হয়ে যায়। এর পর থেকে তাকে অনেজ খুঁজা খুঁজি করেছে তার পরিবার। কিন্তু কোথায় পাইনি তার অনুসন্ধান। সর্বশেষে নিরুপায় হয়ে লায়েক এর বড় ভাই গত (২৫) এপ্রিলে থানায় একটি সাধারণ ডাইরি করে। সেই প্রেক্ষিতে লায়েক কে খুঁজে পাওয়ার অাশায় ওসি শ্যামল বণিক তিনির ব্যাক্তিগত ফেইসবুক অাইডিতে নিখোঁজ হওয়া লায়েকের ছবি দিয়ে একটি পোষ্ট করেন। সেই পোষ্টটি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অানোয়ারুজাম্মান চৌধুরীর নজরে পড়ে। এতে তিনি তাকে চিনতে পেরেছেন এবং ওসি মহোদয় এর সাথে তাকে অনুসন্ধানে সহযোগিতা করেন । অনুসন্ধানের এক পর্যায়ে সাতক্ষীরা জেলা সদরে একজন অাশ্রয়দাতার বাড়ীতে অাছে বলে জানাযায়। এবং ওসি সাহেবের নির্দেশে এসঅাই মলাই মিয়ার নেতৃত্বে থানার একটি বিশেষ টিম সাতক্ষীরা জেলার সদর উপজেলার লাপসা গ্রামে গিয়ে লায়েকে এনে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় নায়কের পরিবারকে ওসি শ্যামল বণিক কিছু অর্থ প্রদান করেন। ওসি শ্যামল বণিক ওসমানীনগর থানায় যুক্ত হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন নজিরবিহীন মানবিক কাজ করে যাচ্ছেন। সেই মানবিক কাজের জন্য তিনি ওসমানীনগর বাসীর কাছে অনেক প্রসংশীত।
Leave a Reply