মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।
আজ (৫ ই মে) বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মেহদী হাসান উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহের কার্যক্রম উদ্ভোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান মজুমদার, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমলা রায়, এছাড়া কৃষক জুনাব আলীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায় আজ ৫ ই মে হইতে ধান সংগ্রহের কাজ শুরু করে তাহা ১৫ ই আগষ্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
জগন্নাথপুর উপজেলায় এবছর ১০৮০ টাকা ধানের মন দরে ২৭৫৬ মেট্টিকটন ধান উপজেলা খাদ্য গুদামে সংগ্রহ করা হবে। এতে করে প্রতিজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্টিকটন ধান গুদামে বিক্রয় করতে পারবেন।
Leave a Reply