একরাম হাসান ::
সিলেট নগরের সুবিদ বাজারে বেপোরোয়া ট্রাকের ধাক্কায় নিহত মোটর সাইকেল আরোহীর পরিচয় মিলেছে। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
নিহতের নাম মো. সাব্বির। তিনি শাবিপ্রবির রসায়ন বিভাগের ১ম বর্ষের ছাত্র। তার বাড়ি নড়াইলে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে সুলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদ বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
সাব্বির সিলেটের শাহজালাল দরগাহ মসজিদ থেকে নামাজ পড়ে মেসে ফিরছিলেন বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বেলা) সিলেটের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার জানান, কোম্পানীগঞ্জ থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী মারা যান। তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে বলে জানান শাহ শাহেদা।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফরহাদ বলেন, দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। ট্রাক আটক করা হয়েছে। উত্তেজিত জনতাকে শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply