মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর-কাদিপুর গ্রামের মধ্যবর্তী হাজী আছমান মিয়া মার্কেটের সামনে ডাউকানদী ভরাট হওয়া মাঠে জাহিন ফুটবল একাডেমির উদ্যোগে ৪০-উর্ধ্ব গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট হিজলা ফাইভ স্টার একাডেমী ও কাদিপুর ফাইভ স্টার একাডেমির মধ্যে ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলার প্রথমার্ধে ০-০ গোলে উভয় দল বিরতীতে যান। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে উভয় পক্ষের খেলোয়ারা গোল করতে মরিয়া হয়ে উঠেন। শেষ পর্যন্ত ০-০ গোলে খেলা শেষ হয়। মাঠে উপছে পরা অনেক ভীড় দেখা যায় দর্শকদের। উভয় দলের খেলোয়ারদের সমর্থকদের মাঝে বিরাজ করছে আনন্দ উল্লাস। গোল পোস্টে বল নিয়ে গেলে দর্শকদের উল্লাস বেড়ে উঠে। উভয় দলের খলোয়াররা বারবার গোল পোস্টে বল নিয়ে গেলে গোল রক্ষকরা বল ধরে পাটিয়ে দেন নিজ দলের খেলোয়ারদের মাঝে।
শেষ বাঁশির আগ পর্যন্ত মাঠে থেকে উভয় দলের খেলোয়ারা গোল করার চেষ্টা চালিয়ে গেলেও কোন গোল করতে পারেননি তারা। পরে উভয় দলের খেলোয়ার ও অধিনায়কের সম্মতিতে খেলা পরিচালনা কমিটি ট্রাইবেকারে সিদ্ধান্ত নেন। ট্রাইব্রেকারে কাদিপুর ফাইভ স্টারকে ২-১ গোলে হারিয়ে হিজলা ফাইভ স্টার জয় লাভ করেন।
দর্শকরা বলেন, জগন্নাথপুর উপজেলায় এই প্রথম ব্যতিক্রমধর্মী ৪০-উর্ধ্ব ফুটবল খেলার আয়োজন করায় আমরা আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই খেলার আয়োজন করায় প্রবীনদের মধ্যে আরো উৎসাহ বারবে তার পাশাপাশি নবীনরাও আরো উৎসাহিত হবে। আমরা চাই এবছরের ন্যায় প্রতি বছর এই মাঠে এরকম খেলা চালু রাখতে।
খেলার শেষে আয়োজক ও অতিথিরা চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি তুলে দেন। পুরস্কার বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর বাজারের মাহিমা রেষ্টুরেন্টের মালিক মকবুল হোসেন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ফুটবল ফেডারেশনের সাধাররন সম্পাদক আকমল হোসেন ভূইয়া, এসময় উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়নের আওয়ামিলীগ নেতা হাবিব, কলকলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মুজাফফর আলী লিটন,কলকলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউ/পি সদস্য আজিজুল হক জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশন এর কৃতি ফুটবলার রুহুল আমিন, দৈনিক দেশবাংলা টুয়েন্টি ফোর ডটকম এর স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অনলাইন শীর্ষ টিভি, শীর্ষ সমাচার, জনতার টিভি, ডেইলি তাজা খবরের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ মুকিম উদ্দিন এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তি সাদিপুর গ্রামের কৃতি ফুটবলার সুজাত রেজা, জসিম উদ্দিন,সাবেক কৃতি ফুটবলার সোনাওয়ার পাশা, সাবেক ফুটবলার সুজাত মিয়া, সাবেক ফুটবলার মকসদ মিয়া, হাজী আব্দুল খালিক জগদীশপুর গ্রামের আজাদ মিয়া তালুকদার, কাদিপুর গ্রামের দিলদার আলী, আব্দুল ছোবান, সমছুল মিয়া, আব্দুন নূর প্রমুখ।
Leave a Reply