মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আজ( ৫ মে) শনিবার জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপি জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণী সম্পদ প্রদর্শনী এর উদ্ভোধন ও পুররস্কার বিতরন অনুষ্টিত হয়েছে।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা মৎস অফিসার আক্তারুজ্জামান, জগন্নাথপুর থানার উপ পরিদর্শক শাফায়াত হোসেন প্রমূখ।এদিকে জগন্নাথপুরে নাম মাত্র প্রাণীসম্পদ প্রদর্শনীতে খামারী, সুশিল সমাজ ও সাধারন মানুষের তেমন অংশ গ্রহন লক্ষ্য করা যায়নি। প্রদর্শনীতে শুধু সরকারি কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের অংশ গ্রহন করতে দেখা যায়। প্রথম বারের মতো জগন্নাথপুর উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনীতে জগন্নাথপুরের লোকজনের অংশ গ্রহনের ইচ্ছে থাকলেও ব্যাপক প্রচারনা না থাকায় অনেকেই অংশ গ্রহন করতে পারেনি। সাংবাদিকরা সহ সুশিল সমাজের অনেকেই প্রদর্শনীর আমন্ত্রন না পাওয়ায় উপস্থিত না হয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, দায়সারা ভাবে এ অনুষ্ঠানটি পালন করা হয়েছে। উপকারের চাইতে অর্থের অপচয়টাই বেশী হয়েছে। দিনব্যাপাী প্রদর্শনী হওয়ার কথা থাকলেও সকাল ১১টায় প্রদর্শনী শুরু হয়ে দুপুর ১টার আগেই শেষ হয়ে যায়। এর পর থেকে স্টলগুলো ফাঁকা থাকতে দেখা গেছে। এ ব্যাপারে জগন্নাথপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ জানান, সময় সল্পতার কারনে যথাযথভাবে প্রদর্শনীর আয়োজন করা সম্ভব হয়নি। বৈরী আবহাওয়ার কারনে সকাল ১১টায় প্রদর্শনী শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।
Leave a Reply