মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জগন্নাথপুর থানার পুলিশ কনস্টেবল জনি মিয়া (২৩) মৃত্যু বরন করেছেন।
আজ ১৬ জুলাই শুক্রবার দুপুুুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
যানাযায়, গত মঙ্গলবার মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পুলিশ কনস্টেবল জনিমিয়ার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার জামালপুর উপজেলার বেদবেরিয়া গ্রামে। তাহার পিতার নাম মৃত আকরাম হোসেন।
সে ২০১৮ ইং সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদে নিয়োগ পান। ২০২০ ইং সনের ২২ মার্চ সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় যোগদান করেন।
জনি মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মৃত জনি মিয়ার মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করি।
Leave a Reply