মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উজেলার ভবের বাজার-সৈয়দপুর সড়কের নাজেহাল অবস্থা দেখলে মনে হয় এটি সড়ক নয় একটি মাছ চাষের জন্য খনন করা পুকুর।
জানাযায়, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ ফারুক আলী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সৈয়দ আবুল কাশেম, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ তছলিমুর রহমান দুলালের জন্মভূমি সৈয়দপুর। এছাড়াও অনেক আওয়ামীলীগের অসংখ্য ছোট বড় নেতাকর্মী বসবাস এই গ্রামে। বলতে গেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের প্রান কেন্দ্র এই সৈয়দপুর গ্রামটি। এতসব নেতাকর্মী থাকার পরেও ভবের বাজার-সৈয়দপুর সড়কটিতে উন্নয়নের ছোয়া লাগেনি।
ভবের বাজার থেকে সৈয়দপুর বাজারে যাওয়ার সড়কটির প্রবেশদ্বারে আংশিক কিছু কাজ হলেও সৈয়দপুর বাজারে প্রবেশের পূর্বে সড়কটির বিভিন্ন স্থানে পুকুরের মতো বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী। সড়ক নয় এটি যেন মানুষের মরন ফাঁদ। সড়কটির দেখে মনে হয় দেখার কেউ নেই। যাহা সরজমিনে না দেখলে বিশ্বাসই করা যায়না। উপজেলার ভবের বাজার-সৈয়দপুর সড়কের মল্লিকপাড়া মসজিদ পর্যন্ত এ সড়কটি দীর্ঘদিন যাবত সংস্কার কাজ না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে খানা খন্দসহ অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে এই এলাকার জনসাধারন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে সিএনজি, ব্যাটারী চালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন। বৃষ্টি হলেই সড়কের গর্তে পানি জমে থাকায় দূর্ঘটনার শিকারসহ এলাকার গরীব অসহায় লোকজনের উপজেলা সদর হাসপাতালে জরুরী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই। সড়কটি সংস্কার কাজের জন্য বিভিন্ন মহলে দাবী জানালেও কোন ফলোদয় হয়নি।
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জগন্নাথপুর উপজেলার সভাপতি ও এলাকাবাসী ভবের বাজার-সৈয়দপুর বাজারের সড়কটি সংস্কারের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাহেবের নিকট জোর দাবী জানান।
Leave a Reply