তাহিরপুর প্রতিনিধি::
আসন্ন শারদীয় দুর্গাপূজা (২০২১) উপলক্ষে তাহিরপুর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে’ উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধরী বাবুল এর সভাপতিত্বে’ উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির এর সঞ্চালনায় শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময়ম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
এ সময়ে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার বিপিএম, মোঃ মিজানুর রহমান
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধরী বাবুল।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিসেট্রটের আলা উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান,সাধারন সম্পাদক অমল কান্তি কর,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান খসরুল আলম,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফনিভূষণ সরকার,উপজেলা পূজা উদ্ যাপন পরিষদ আহবায়ক সুবাস পুরকায়স্থ,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply