বিনোদন রিপোর্টঃ
সঙ্গীতাঙ্গনে ব্যাপক সাড়া জাগানো ও সময়ের জননন্দিত কণ্ঠশিল্পী মুনিয়া মুন এবার আসছেন নতুন চমক নিয়ে৷ গানের শিরোনাম ‘যারে ভালো বাসি আমি দিয়া মনপ্রাণ’। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় লেখক মানিক চাঁনদের কথায় ও সঙ্গীতায়োজন করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক এইচ আর লিটন।
আগামী ১৭ অক্টোবর রাত ৯টায়
২০২১ ইং তারিখে মানিক চাঁন ইউটিউব চ্যানেলে রিলিজ হচ্ছে এই জনপ্রিয় শিল্পীর কন্ঠে গাওয়া নতুন এই গানটি৷ গানটির মিউজিক ভিডিও করেছেন জীবন দাশ৷
নতুন গান প্রসঙ্গে মুনিয়া মুন বলেন, ‘গানের কথাগুলো চমৎকার ও অত্যন্ত সহজ কথার গানটি আমার বিশ্বাস দর্শক মহলে ব্যাপক সাড়া জাগাবে। গীতিকার মানিক চানদের লেখা গান আমার সবসময়ই ভালো লাগে। তার কথার গানে কণ্ঠ দিতে পেরে আমার অনেক ভালো লাগছে। পাশাপাশি সুর এবং সঙ্গীতায়োজন,মিউজিক ভিডিও ভালোলাগার মতো। রেকর্ডিংয়ের সময় বেশ উপভোগ করেছি। আমরা আশা করছি, গানটি প্রানপ্রিয় ভক্ত শ্রোতাদের কাছে ভালো লাগবে। এদিকে মুনিয়া মুন
টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন স্টেজ অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী৷ দর্শক মহলে রয়েছে যার ব্যাপক জনপ্রিয়তা, তাই গানের লেখক মানিক চাঁন তিনি আশাবাদী ভক্ত শ্রোতাদের হৃদয়ে তার এই গানটি স্থান করে নেবে৷ সবাইকে গানটি শোনার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন৷ অপরদিকে মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে মুনিয়া মুন বলেন দর্শক মহলে যদি আমার গাওয়া গানটি একটুও ভালো লেগে থাকে তবে এতেই আমার কষ্ট স্বার্থক হবে৷
Leave a Reply