জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুরে জাতীয় পার্টির কার্যক্রম গতিশীল ও নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যে ফিরিয়ে আনতে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মো: রমজান আলীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মো: রমজান আলীর হবিবপুরস্থ নিজ বাসভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক শাহ শাহিদুর রহমান শাহিদ।
উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মো: রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আবু সুফিয়ান ঝুনু, সাবেক সাধারন সম্পাদক ডা: আছকির খান, মানিক মিয়া, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মনাফ, সাবেক সাংগঠনিক সম্পাদক দুদু মিয়া, সাবেক প্রচার সম্পাদক ফিরোজ রানা, জাতীয় পার্টির নেতা আলতাবুর রহমান আলতাব, উপজেলা যুব সংহতির সভাপতি হারুন মিয়া, সাবেক সাধারন সম্পাদক রফিকুল আলম, পৌর যুব সংহতি নেতা এইচ এম নুর আলম, উপজেলা ছাত্রসমাজ নেতা ফয়জুর রহমান প্রমূখ।
এসময় জাতীয় পার্টি নেতা শাহ তারেক রহমান নিপু, মানিক মিয়া, আব্দুর রহিম, আব্দুর রহমান, তাহির উদ্দিন, জাহাঙ্গীর আলম, বশির আহমদ সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। মতবিনিময় সভা শেষে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মো: রমজান আলীর উদ্যোগে মধ্যহৃভোজের আয়োজন করা হয়।
Leave a Reply