মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার প্রতিবাদে আজ ৩ এপ্রিল রবিবার সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির এক মানববন্ধন অনুষ্টিত হয়।
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আলী হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়,যুগ্ম সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা।
বক্তব্য রাখেন – হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রমেন্দ্র কুমার দে মিন্টু, সদস্য বিকাশ রঞ্জন তালুকদার, প্রচার সম্পাদক আনোয়ারুল হক।
বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আলী নুর, যুগ্ম সম্পাদক ফজলুল করিম সাইদ, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমদ, সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির অর্থ সম্পাদক মেরাজুল হক, দপ্তর সম্পাদক অরুন চন্দ্র দেব, তথ্য ও গবেষণা সম্পাদক বিমল বনিক, সদস্য মখলিস মিয়া, শরীফ আহমেদ, কৃষক নেতা নজরুল ইসলাম, ফারুক মিয়া, আমিন উদ্দিন, কাহার মিয়া প্রমুখ।
Leave a Reply