জগন্নাথপুর প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে প্রগতি সমাজসেবা যুব সংগঠনের উদ্যোগে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ ১৬ডিসেম্বর সোমবার সকাল ৯ টায় জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার থেকে বিজয় র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। প্রগতি সমাজসেবা যুব সংগনের সভাপতি কবির মিয়া(ছাতা কবির) এর সভাপতিত্বে ও সহ-সভাপতি দীপক কুমার দেবের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় স¦াগত ব্যক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সতীশ গোস্বামী বক্তব্য রাখেন প্রগতি সমাজসেবা যুব সংগঠনের সহ-সভাপতি আনকার মিয়া, সাধারন সম্পাদক গনেশ চক্রবর্ত্তী, সহ-সাধারন সম্পাদক জুয়েল রঞ্জন দাস প্রমূখ। র্যালীতে বীর মুক্তিযুদ্ধা আব্দুল কাইয়ুম, পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, প্রগতি সমাজসেবা যুব সংগঠনের কোষাধ্যক্ষ রিংকু আদিত্য, প্রচার সম্পাদক মো: আব্দুল ওয়াকিত, সদস্য মো: আবদুল গনি, তপন সেন, মো: ফজিলত হোসেন, মাধবী দাস, শ্রিপা দাস, মুক্তা গোপ, সুপ্তা সেন, মোছা: তাহমিনা, সবিতা দাশ, হুজর বিবি, সুধাংশু সূত্রধর, অমল রায়, ইন্দ্রজিৎ রায় সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply