জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর বাজার তদারক কমিঠির সাবেক সাধারন সম্পাদক আফিস উদ্দিন ও বাজার বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক প্রনব বনিকের মৃত্যুতে জগন্নাথপুর বাজার বণিক সমিতি ও বাজার তদারক কমিটির যৌথ উদ্যোগে শোকসভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় জগন্নাথপুর বাজারের বড়গলিতে আয়োজিত শোক সভায় বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক তাজ উদ্দিনের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দাল হোসেন ভুইয়া, সাবেক সভাপতি আলহাজ¦ আলা উদ্দিন ভুইয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী প্রনয় সূত্রধর খোকন, মুফতি গিয়াস উদ্দিন, বাজার তদারক কমিটির যুগ্ম সম্পাদক লিটন মিয়া, বণিক সমিতির সাধারন সম্পাদক জুনেদ আহমদ ভুইয়া, ব্যবসায়ী ছালিক আহমদ ডন, দ্বিপক গোপ, মোস্তাফিজুর রহমান, আব্দুল হাশিম, ইকবাল হোসেন, জুয়েল হোসেন, পিনু বণিক, সাংবাদিক শাহজাহান প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালাল উদ্দিন, গীতা পাঠ করেন বিশ^জিৎ দাশ।
Leave a Reply