জগন্নাথপুর অফিস: জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে ২০২০হবিবপুর ফুটবল টুর্নামেন্ট ১-০ গোলে শ্রীমতপুর একাদশকে হারিয়ে হবিবপুর একাদশ বিজয়ী হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় হবিবপুর স্টেডিয়ামে অনুষ্টিত খেলাটি উপভোগ করতে ক্রীড়া প্রেমীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। আগামীকাল বুধবার সংঙ্গের সাথী সিলেট বনাম জগদল একাদশের মধ্যে খেলা অনুষ্টিত হবে বলে খেলা পরিচালনা কমিটির সভাপতি সাবেক কৃতি ফুটবলার মো: আবিবুল বারী আয়হান জানিয়েছেন।
Leave a Reply