জগন্নাথপুর অফিস: জগন্নাথপুরে পুলিশের অভিযানে ১০জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই অনুজ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের জুনাব আলীর বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে গন্ধর্ব্যপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে বদরুল হোসেন (৩৭), আছাব মিয়ার ছেলে আকল মিয়া (২৫), বাগময়না গ্রামের রফু মিয়ার ছেলে জুলহাস মিয়া (৩৬), আব্দুল হাশিমের ছেলে লিটন মিয়া (৪৮), অনন্ত গোলাম আলীপুর গ্রামের তারিফ উল্ল্যার ছেলে জুনু মিয়া (২৫), মৃত হরছত মিয়ার ছেলে লেবু মিয়া (৪০), ইসলামপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে জাহিদুর রহমান (৩২), মৃত রশিদ উল্ল্যার ছেলে আব্দুল আহাদ (৪৫), নারিকেলতলা গ্রামের ধনাই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৪০), নারিকেলতলা তৈলকনাক্তপুর গ্রামের সুধন সরকারের ছেলে নিরঞ্জন সরকার (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তাস খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply