জগন্নাথপুর অফিস: জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের আশরাফুল হক, হাফিজুর রহমান মন্তসির ও ইমামুল হাসান জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মানিক মিয়ার ছেলে যুবলীগ কর্মী সুমন মিয়া বালিশ্রী গ্রামের পার্শ্ববর্তী কুশিয়ারা নদীর চর হতে অবৈধভাবে স্কেভেটার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দলীয় প্রভাব কাটিয়ে অবৈধভাবে লাখ লাখ টাকার বালু উত্তোলন করে বালু বিক্রি করার বিষয়ে এলাকাবাসী বাধা নিষেধ দিলে যুবলীগ কর্মী সুমন মিয়া বিভিন্ন ভাবে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। দলীয় প্রভাবের কারনে সাধারন জনগন অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করলেও তার প্রতিবাদ করার সাহস পায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
Leave a Reply