জগন্নাথপুর অফিস: আর্ত মানবতার সেবায় জগন্নাথপুর উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের সমন্বয়ে প্রতিষ্টিত জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে নলকূপ বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আয়োজিত নলকূপ বিতরনী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রবাসী বাংলাদেশীরা দেশের অসহায় গরীবদের কল্যানে কাজ করে যাচ্ছে। তিনি জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক উপজেলায় নলকূপ স্থাপনে ট্রাস্টের সদস্যদের অভিনন্দন জানিয়ে জগন্নাথপুরের বিভিন্ন উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান আলহাজ¦ সালেহ আহমদ চৌধুরী আলফু এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন। বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ও শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নোমান আহমদ সাদির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেডার সিলেট কাউন্সিল ইউকের চীপ চ্যারেটির কু-অর্ডিনেটর মো: মনছব আলী জেপি, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ভাইস চেয়ারম্যান আব্দুল খালিক শাহজাহান, ট্রেজারার জামাল উদ্দিন রাজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিন সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম বেগ, দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য শাহ খায়রুল ইসলাম, শাহ পরান মডেল স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সিলেট ইয়ং স্টারের সদস্য কে এম জামাল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া প্রমূখ। পরে উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়।
Leave a Reply