স্টাফ রিপোর্টার: জগন্নাথপুরে সরকারি টিউবওয়েল উম্মুক্ত স্থান থেকে নিজ হেফাজতে নেয়ার প্রতিবাদ করায় স্কুল ছাত্রী স্বপ্না বেগম (১৭) মারধোর করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত স্বপ্না বেগম উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।
জানাযায়, প্রায় এক বছর পূর্বে রৌয়াইল গ্রামের মৃত ইন্তাজ উল্ল্যার ছেলে নবীজুল হক সহ অন্যান্য ব্যক্তিদের নামে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ হইতে একটি টিউবওয়েল সরকারিভাবে বরাদ্দ পেয়ে তাদের বাড়ির সামনে স্থাপন করেন। রৌয়াইল গ্রামের সৈয়দুল হক জানান, কিছুদিন পূর্বে নবীজুল হক স্থাপনকৃত টিউবওয়েলটি অতিরিক্ত কানেকশনের মাধ্যমে তার ঘরের পীছনে স্থানান্তর করলে অন্যান্য ব্যক্তিরা পানি নেয়া থেকে বঞ্চিত হয়ে পড়েন। রৌয়াইল গ্রামের তাজুল হকের স্কুল পড়য়া কন্যা স্বপ্না বেগম এর প্রতিবাদ করলে নবীজুল হোসেন ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে স্বপ্না বেগমের মা রোবেনা বেগম এর সাথে নবীজুল হকের কথা কাটাকাটি এক পর্যায়ে রোবেনার উপর হামলা করলে তার সুর চিৎকার শুনে মাকে বাঁচাতে গেলে নবীজুল হক সহ তার লোকজন স্বপ্নাকে মারধোর করে গুরুতর আহত করে। আহত স্বপ্না বেগমকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply