হিফজুর রহমান তালুকদার জিয়া: সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী সম্মাননা পদকে ভুষিত হলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া। শনিবার বিকেল ৪ টায় সিলেট শহরের শাহবান হোটেলের কনফারেন্স হলে বঙ্গবীর আতাউল গনি ওসমানীর ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিক ভাবে এ সম্মাননা পদক তুলে দেয়া হয়। বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি আলহাজ্ব ডা. এম এ রকিবের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাজ্জাদুর রহমান ও এডভোকেট সুদীপ বৈদ্যের যৌথ পরিচালনায় এবং সংগঠনের সাধারণ সম্পাদক বাবু মনোরঞ্জন তাকুদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের এডিশনাল পিপি এডভোকেট মো. শামসুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্যরাখেন শ্রীহট্র সাংস্কৃতি কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার দাশ চৌধুরী।বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সিলেট হোমিও মেডিকেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. আব্দুল হক, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, সিলেট সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি বেলাল উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগরীর সভাপতি সোহাদ রব চৌধুরী, হাওর উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি শ্রী সুরঞ্জিত বর্মন ও সম্মাননা পদকে ভুষিতজগন্নাথপুর প্রেসক্লব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানছবি চৌধুরী, জাবেদ আহমদ প্রমূখ ।অনুষ্ঠান শেষে প্রতিবছরের ন্যায় ২০২০ সালের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সফলতায় সাক্ষর রাখায় গুনীজন হিসেবে ১০ জনকে সম্মাননা স্মারকে ভুষিত করা হয়। জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম লাল মিয়া ১৯৯৬ ইংরেজী থেকে সাংবাদিকতা শুরু করেন এবং জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে পর পর ৫ বার নির্বাচিত হন। তিনি ২০১৪ সালের ১৪ মে জাতীয় প্রেসক্লাবে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নুর কাছ থেকেদেশের সেরা ১০ জন প্রতিনিধির মধ্যে একজন নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহন করেন। তিনি সাংবাদিক সংগ্রাম পরিষদেরপ্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি, আলো রক্তদান সমাজকল্যান সংস্থার সভাপতি ও ব্যবসায়ী হিসেবে বাংলাদেশ পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতির সিনিয়র সহসভাপতি ছাড়াও সামাজিক ও রাজনৈতিক জীবনে তার একটি ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। এ ছাড়াও সবদলীয় সম্পর্তি উদ্যোগে (পিএফজি)র জগন্নাথপুরের এমভেসেটার। এদিকে জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া মহান মুক্তিযোদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী সম্মাননা পদকে ভুষিত হওয়ায় ডেইলী দেশবাংলা টুয়েন্টিফোর ডটকম পরিবার অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply