জগন্নাথপুর অফিসঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। রোববার (১৬ ফেব্রæয়ারি) নির্বাচন কমিশন জগন্নাথপুর পৌর সভার মেয়র পদে শূন্য আসনে নির্বাচনের তফসিল ঘোষনা করেছে।নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিউর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। উল্লেখ্য গত ১১ জানুয়ারি যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফ মারা যান। তাঁর মৃত্যুতে মেয়র পদ শূন্য ঘোষণা করে প্যানেল মেয়র শফিকুল হক শফিককে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদান করা হয়।
Leave a Reply