স্টাফ রিপোর্টার : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমানের কাছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, বিএনপি মনোনীত জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ,
স্বতন্ত্র প্রার্থী সাবেক কৃতি ফুটবলার আবিবুল বারী আয়হান ও স্বতন্ত্র প্রার্থী সদ্য প্রয়াত মেয়র আব্দুল মনাফের পুত্র আবুল হোসেন সেলিম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নির্বাচনের তফসীল অনুযায়ী আগামী ১মার্চ যাচাই-বাছাই, ৮মার্চ প্রার্থীতা প্রত্যাহার ও ২৯ মার্চ ভোট গ্রহন অনুষ্টিত হবে।
উল্লেখ্য, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুল মনাফের মৃত্যুর পর মেয়র পদটি শুন্য হয়ে গেলে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষনা করেন।
Leave a Reply