স্টাফ রিপোর্টার: সৈয়দ কামাল উদ্দীন শাহ দামরী (র:) এর ছিলছিলা মুর্শিদ ক্বিবলাহ পীরে কামেল সৈয়দ ইকবাল হোসেন দিনার শাহ্ (র:) স্মরনে ৯ম বার্ষিকী পবিত্র উরুস মোবারক অনুষ্টিত হবে। আজ রবিবার জগন্নাথপুর উপজেলার রতিয়ারপাড়া গ্রামে আলহাজ¦ সাধক হয়রত আলী খান মালুম শাহ এর বাড়িতে অনুষ্টিত উরুসে খতমে কোরআন, বাদ মাগরিব মিলাদ মাহফিল, রাতে জিগির আজগার ও বাদ ফজর শিরনী বিতরন করা হবে। উক্ত উরুস মোবারকে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ ছোয়াব হাসিল করতে আলহাজ¦ সাধক হয়রত আলী খান মালুম শাহ আহবান জানিয়েছেন।
Leave a Reply