স্টাফ রিপোর্টার: পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহা সড়কের রানীগঞ্জ অংশে চলছে নিম্ন মানের কাজ। এনিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, কাজের তদারকীর দায়িত্বে থাকা কর্মকর্তাদের অগোচরে রাতের আধাঁরে ঠিকাদারী প্রতিষ্টান নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করছে। বিষয়টি কেউ কেউ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাজের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের এসও মোস্তাফিজুর রহমানকে মুঠোফোনে জানিয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কাজের মান নিয়ে অনেকেই স্ট্যাডার্স দিয়েছেন। রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ছালেহ আহমদ জানান আমি এ এলাকার সন্তান। বর্তমান সরকার উন্নয়নের সরকার উল্লেখ করে তিনি বলেন পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহা সড়কটি এ অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ন সড়ক। এ সড়কে নিম্ন মানের কাজ হবে এটা আমরা আশা করিনি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য তিনি দাবী জানান। এম এম বিল্ডার্স জগন্নাথপুর অফিসে কাজের বিষয়ে জানতে গেলে কর্তব্যরতরা বক্তব্য দিতে লুকচুরি করে।
Leave a Reply