জগন্নাথপুর প্রতিনিধি ঃ- জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের লামা টুকের বাজার সংলগ্ন মাঠে সোনালী অতীত স্পোটিং ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোনালী অতীত স্পোটিং ক্লাবের সভাপতি আলহাজ¦ আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েছ মিয়ার পরিচালনায় উদ্বোধন পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মাহবুবুল হক শেরীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী,বিশিষ্ট শিক্ষানুরাগী, ক্রীয়াব্যক্তিত্ব ,সমাজসেবক,জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভূমিদাতা, লন্ডন মহানগর আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, শেখ কামাল মেমোরিয়াল ট্রাস্ট ইউকের অর্থ সম্পাদক,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অন্যতম ফাউন্ডার ইকবাল এম হোসাইন, বক্তব্য রাখেন ইউ/ পি সদস্য মোঃ আব্দুস শহীদ, জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও লুদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোঃ ইউনুছ মিয়া প্রমূখ। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিশেষ অতিথি ইকবাল এম হোসাই এর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলেদেন।
Leave a Reply