জগন্নাথপুর অফিসঃ- জগন্নাথপুরে করোনা ভাইরাসের পরিস্থির সুযোগকে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কৃতিম সংকট সৃষ্টি করে বেশী দামে বিক্রয় করার অপরাধে ৭ ব্যবসা প্রতিষ্টান থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার বিকালে জগন্নাথপুর সদর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় সূত্রে জানাযায় দেশে করোনা ভাইরাস পরিস্থিতি সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মাস্ক, চাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বেশী দামে বিক্রয় করছে এমন অভিযোগের সত্যতা পেয়ে আজ জগন্নাথপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় সাতটি দোকানে মোট ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
Leave a Reply