স্টাফ রিপোর্টার: দেশে করোনা ভাইরাসের আতংকে প্রভাব পড়েছে জগন্নাথপুরের পত্রিকা পাঠকদের ওপর। করোনা ভাইরাস আতংকে ব্যাংক সহ অনেক পত্রিকার গ্রহক পত্রিকা কিনতে অনীহা প্রকাশ করেছেন। এতে জগন্নাথপুরে সংবাদপত্র হকার নিকেশ বৈদ্যের দুর্দিন যাচ্ছে। সংবাদপত্র হকার নিকেশ বৈদ্য জানান, দীর্ঘদিন ধরে ক্রমাগতভাবে পত্রিকার পাঠক কমতে থাকে। এরপরও দীর্ঘদিন এই পেশায় থাকার কারনে গ্রাহকদের ভালোবাসা ও সংবাদপত্রের প্রতি মায়া থাকায় আজও এ পেশাটি ধরে রেখেছি। সম্প্রতি করোনা ভাইরাসের আতংকে ব্যাংক সহ অনেক গ্রাহক পত্রিকা ক্রয় করতে চাননা। এতে আমার বৃদ্ধ মা সহ পরিবারর পরিজন নিয়ে চরম বিপাকে রয়েছি।
Leave a Reply