জেলা ও উপজেলার কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ইউএনও মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর সদরে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান বন্ধ করার নির্দেশ দিলে পুরো উপজেলায় জগন্নাথপুর উপজেলাকে “লক ডাউন” করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। “ইউএনও জগন্নাথপুর ফেসবুক ফেইজে” জগন্নাথপুর লক ডাউন নয় আমরা জেলা ও উপজেলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করছি মাত্র। এ স্ট্যাডার্সের পর জনসাধারনের মধ্যে সস্থি ফিরে আসে।
উপজেলা করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত পাঠকদের জন্য হুবহু প্রকাশ করা হল:
১। সম্ভাব্য করোনা সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে জগন্নাথপুর উপজেলায় ঔষধ খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দুপুর একটা হতে পরবর্তী দিন সকাল আটটা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
২। চায়ের দোকান, খাবারের রেস্টুরেন্ট, চুল কাটার সেলুন পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
৩। সকল সরকারি অফিসের সামনে জনসাধারণের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।
৪। হাসপাতালের জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য সার্বক্ষণিক পুলিশ ও আনসার মোতায়েন করতে হবে এবং হাসপাতালে রোগীর সাথে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করতে হবে
৫। হোম কোয়ারেন্টাইন সংক্রান্ত সরকার নির্দেশিত বিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে
৬। প্রতিটি ওয়ার্ডে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি কার্যকর করতে হবে এবং এবং কমিটিকে সহায়তার জন্য প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল গঠন করে তাদেরকে ইউনিয়ন ভিত্তিক পর্যাপ্ত নিরাপত্তা সাথে প্রশিক্ষণ দিতে হবে।
৭। প্রতিটি হাট বাজার ব্যবসায়ী সমিতি নিজ নিজ বাজার এলাকায় উপজেলা কমিটির সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত মাইকিং ও অন্যান্য মাধ্যমে প্রচারণার ব্যবস্থা নিশ্চিত করবেন।
আগামী 24 মার্চ 2020 থেকে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন আধা সামরিক বাহিনীর সহায়তায় উপর্যুক্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করবে।
Leave a Reply