প্রিয় জগন্নাথপুর বাসি সবাই সচেতন হোন এবং সহযোগিতা করুন। এখন থেকে আপনাদের এলাকার যে সকল লোকজন জীবিকার তাগিদে বা অন্য কোন কারনে নিজ উপজেলা ব্যতিত অন্য উপজেলা, জেলা বা বিভাগীয় শহরে বসবাস করতেন, বর্তমানে করোনা ভাইরাসের কারনে নিজ এলাকা আসিয়াছেন তাদের বিষয়ে তথ্য প্রদানসহ তারা যাতে ১৪ দিন হোম-কোরেনন্টাইনে থাকে এ বিষয়ে সহযোগিতা একান্ত কাম্য। নতুন করে কেউ এলাকায় আসলে তাদের বিষয়ে ও তথ্য দরকার।দয়া করে তথ্য সমূহ আমার ফেইসবুকে না দিয়ে মেসেঞ্জারে দিবেন।নিজে ঘরে থাকুন অন্য কে ঘরে রাখুন। তথ্য দিয়ে জাতির এই ক্রান্তিলগ্নে সহযোগিতা করুন।
মোবাইল ০১৭১১৯৫১০৯৪
Leave a Reply