হিফজুর রহমান তালুকদার জিয়া: জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুবাজপুর খালিশাপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবী শালিষী ব্যক্তিত্ব মাওলানা দবিরুল ইসলামকে জড়িয়ে গত ১১এপ্রিল বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের ভিন্ন মত প্রকাশ করা হয়েছে। ভিন্নমতে মাওলানা দবিরুল ইসলাম বলেন, তিনি এলাকার একজন শালিষী ব্যক্তিত্ব। তিনি জানান, সরকারের উন্নয়নমূলক কাজে সার্বিক সহযোগিতা সহ তার ব্যক্তি উদ্যোগে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এসব উন্নয়নমূলক কর্মকান্ডে ঐর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল মিথ্যা তথ্য উপস্থাপন করে আমাকে জড়িয়ে বিভিন্ন অনলাইল পোর্টালে মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ন সংবাদ পরিবেশন করেছে। তিনি জানান, কুবাজপুর খালিশা পাড়া গ্রামের আব্দুল মইনের ছেলে সুজন মিয়ার নেতৃত্বে তার লোকজন অনন্ত শুক্লবৈদ্য, কুহিনুর আলম ও আলিমুল হক সহ এলাকার বিভিন্ন লোকজনের উপর হামলা চালিয়ে আহত করলে আমার মধ্যস্থতায় শালিষী বৈঠকের মাধ্যমে চিকিৎসার খরচ প্রদান করে আপোষ মিমাংসায় বিষয়গুলো নিস্পত্তি হয়ে থাকে। এতেও একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। প্রকাশিত সংবাদের উল্লেখিত আব্দুল মইনের স্ত্রী জেবুন্নেছা বেগম সহ তাদের লোকজনকে আমার ব্যক্তিগত এবং আমাদের প্রবাসী আত্মীয় স্বজনদের সহযোগিতায় ঘর বাড়ি নির্মাণ সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছি। জেবুন্নেছা বেগমের ছেলেদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে শালিষী ব্যক্তি হিসেবে বিষয়টি আমাকে অবগত করলে আমি জেবুন্নেছা বেগম ও তার স্বামী আব্দুল মইনকে তার ছেলেদের শাসন করার জন্য বলি। এতে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য উপস্থাপন করে সংবাদ পরিবেশনে সহায়তা করেছে। মাওলানা দবিরুল ইসলাম এধরনের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের নিন্দা জানিয়ে পোর্টালে সংশ্লিষ্টদের সংবাদ পরিবেশনে আরো সচেতন হওয়ার অনুরোধ জানান।
Leave a Reply