স্টাফ রিপোর্টার: গত ১৯ এপ্রিল জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক কৃষি ও ঔষধের দোকান ব্যতিত সকাল ব্যবসা প্রতিষ্টান বিকাল ৪টা পর্যন্ত বন্ধ রেখে সার্বক্ষনিক ফসল কাঁটার কাজে শ্রম ও মেধা বিনিয়োগ করার জন্য নির্দেশনা দেয়া হয়। বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত হাট বাজার করা যাবে যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বলবত থাকবে বলে নির্দেশনায় বলা হয়। সরকারী নির্দেশনা অমান্য করে জগন্নাথপুর সদর বাজারের বৃহত্তর ভুষিমাল সরবরাহকারী প্রতিষ্টান মেসার্স হাবিব ট্রেডার্সের প্রোপাইটর মো: শরিফ মিয়া জগন্নাথপুর বাজারে অবস্থিত তার সব ক’টি প্রতিষ্টান খোলা রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, আমরা শরিফ মহাজনের কাছ থেকে পাইকারীতে মাল ক্রয় করে বিক্রয় করে থাকি। সরকারের নির্দেশনা মেনে আমরা দোকান বন্ধ রাখলেও তিনি প্রশাসনের সাথে সু-সম্পর্ক থাকায় দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। সরেজমিনে দেখা জগন্নাথপুর থানা এ এস আই মুক্তার হোসেন সহ পুলিশদল মেসার্স হাবিব ট্রেডার্সের ২টি দোকান সাটার টেনে বন্ধ করে দিয়ে সরকারের নির্দেশনা মানার অনুরোধ জানান। পরবর্তীতে দোকানগুলো আবার খোলা হলে জগন্নাথপুর পৌরসভার বিট পুলিশ কর্মকর্তা এস আই আফছার আহম্মেদ এর নেতৃত্বে পুলিশদল দোকানগুলোর ম্যানেজারকে সরকারী নির্দেশনা মানার তাগিদ দেন। পরে পুলিশ চলে যাওয়ার পর দোকান খোলে ব্যবসা করছেন। শরিফ মহাজনের দোকান খোলা ও বন্ধ করাকে চোর-পুলিশ খেলার সাথে তুলনা করেছেন সাধারন ব্যবসায়ীরা। সরকারের আইনটি সকলের জন্য সমভাবে প্রয়োগের জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন ব্যবসায়ী মহল। এ ব্যাপারে জানতে চাইলে শরিফ মিয়া জানান, আমার ব্যবসা প্রতিষ্টানগুলো বন্ধ রয়েছে।
Leave a Reply