হিফজুর রহমান তালুকদার জিয়া: মহামারি করোনাভাইরাসের সংক্রামন দিন দিন বৃদ্দি পাচ্ছে। এ পরিস্থিতি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সকল পেশার মানুষের পাশাপাশি সংবাদিকরাও। এ মহামারি থেকে সাংবাদিকদের সুরক্ষা প্রদানে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও বাসুদেব বাড়ি ক্রিকেট ক্লাবের টিম ম্যানেজার উজ্জ্বল গার্মেন্টস এর স্বত্ত্বাধিকারী রাজন দাশ পিপিই প্রদান করেছেন। রাজন দাশের পক্ষে রবিবার দুপুরে জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া জগন্নাথপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সহ সভাপতি মো: হুমায়ুন কবির, সাধারন সম্পাদক রিয়াজ রহমান, দৈনিক সিলেট বাণী প্রতিনিধি ও দৈনিক দেশবাংলা টুয়েন্টিফোর ডটকম সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি গোলাম সারোয়ার, দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিনিধি হুমায়ুন কবির ফরিদী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি জুয়েল আহমদ। জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল জানান, দেশে করোনাভাইরাসের থাবা পড়েছে। এ সময় গণমাধ্যমের দায়িত্ব বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে সংবাদ সংগ্রহের জন্য নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম। ব্যবসায়ী রাজন দাশ আমাদের পিপিই দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সাংবাদিকরা অত্যান্ত ঝুকি নিয়ে কাজ করলেও তাদের সুরক্ষায় প্রশাসন কিংবা কোন মহল এগিয়ে না আসলেও ব্যবসায়ী রাজন সাংবাদিকদের সুরক্ষায় পিপিই উপহার দেয়ায় জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
Leave a Reply