স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামে সুদের টাকাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইন উদ্দিনের পরিবার সূত্রে জানাযায়, শ্যামারগাঁও গ্রামের আব্দুল খালিকের মেয়ে হোসনা বেগমের কাছ থেকে একই গ্রামের আবু তালেবের ছেলে আইন উদ্দিন ৩বছর পূর্বে সুদে টাকা আনেন। গত বৃহস্পতিবার হোসনা বেগম সুদের টাকা আদায় করতে আইন উদ্দিনের বাড়িতে যান। আইন উদ্দিন সুদের টাকা পরিশোধ করতে সময় চাইলে হোসনা বেগম সময় দিতে অপারগতা প্রকাশ করে তাৎক্ষনিক টাকা পরিশোধের চাপ প্রয়োগ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় সামছুদ্দিনের ছেলে ছাব্বির আহমদ হোসনা বেগমকে বাড়িতে গালিগালাজ করতে বারন করলে সে গালিগালাজ বন্ধ না করে তার সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। উভয়ের বাক-বিতন্ডা শুনে বাড়ির মুরব্বী জালাল উদ্দিন ও আবু তালেব সহ অন্যান্যরা এসে সম্পূর্ন বিষয় মিমাংসার চেষ্টা চালায়। সামছুদ্দিন জানান, আমার ছেলের সাথে সুদখোরনী (সুদে টাকা প্রদান কারীনি) হোসনা বেগমের সাথে সৃষ্ট বাক-বিতন্ডার জের ধরে শুক্রবার সকালে আমি সিএনজি যোগে স্থানীয় নবীগঞ্জ উপজেলার কাজির বাজার থেকে বাড়ি ফেরার পথে আমাদের গ্রামের মৃত ছমির উল্ল্যার ছেলে লেবাছ মিয়ার বাড়ির সামনে পৌছামাত্র হোসনা বেগমের পক্ষ নিয়ে তার চাচাতো ভাই লেবাছ মিয়া ও আইয়ুব আলীর ছেলে কাশেম মিয়া আমাকে বহনকরা গাড়ির গতিরোধ করে আমার সাথে থাকা নগদ ২০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং আমাকে লাঞ্চিত করে। এঘটনার পর পরই বিষয়টি স্থানীয় ইউপি সদস্য কানন মিয়া ও সাবেক ইউপি সদস্য ফতু মিয়াসহ এলাকার মুরব্বীদের অবগত করলে তারা বিষয়টি মিমাংসার চেষ্টা চালায়। এ ঘটনার জের ধরে উত্তেজনার এক পর্যায়ে রবিবার উভয় পক্ষ স্থানীয় জামে মসজিদের পূর্ব দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সাহাব উদ্দিন, আছাবুর, মিজানুর রহমান, মুহিবুর রহমান, হোসনা বেগম, ইব্রাহিম আলী, সজনু মিয়া, কামাল উদ্দিন আহত হন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ও স্থানীয় ভাবে প্রাথমিক চিকিতসা দেয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
Leave a Reply