জগন্নাথপুর অফিস: জগন্নাথপুরে সরাসরি কৃষকদের কাছে থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ করার লক্ষ্যে লটারির মাধ্যমে ৫ হাজার ৬শ ৫৯ জন কৃষকের মধ্যে থেকে ১ হাজার ৮শ ৬৩ জন কৃষক নির্বাচন করা হয়। বোরো ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে রবিবার আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে উন্মুক্ত লটারির মাধ্যমে ভাগ্যবান কৃষকদের নির্বাচন করা হয়। নির্বাচিত কৃষকদের থেকে থেকে ১০৪০ টাকা মণ দরে ধান কেনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে লটারি অনুষ্টিত হওয়ার পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ প্রমুখ। জগন্নাথপুর উপজেলার কৃষি অফিসার শওকত ওসমান মজুমদার বলেন, স্বচ্ছতার মাধ্যমে প্রকৃত কৃষকের নিকট থেকে লটারির মাধ্যমে আমরা বোরো ধান ক্রয় করার উদ্যাগ গ্রহন করেছি। ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার ১শ ১৮জন, মাঝারী ৬শ ১৭ ও বৃহৎ ১শ ২৮জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে। এছাড়াও অপেক্ষমান তালিকায় ৫শ ২১জনের রয়েছে। তিনি আরো জানান, লটারি সমাপ্ত হলেও তালিকা প্রস্তুতের কাজ চলছে। আশা করি আজ মঙ্গলবার (১১ মে) বিকেলের মধ্যে তালিকা প্রস্তুতের কাজ শেষ হবে। এদিকে সোমবার (১১ মে) রুহুল আমীন নামের এক কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা খাদ্য গুদামের ওসি এলএসডি রূপালী দাশ জানিয়েছেন।
Leave a Reply