স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এম এ কাদিরের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জগন্নাথপুর রোড উপ-কমিটি মাইক্রোবাস শাখার শ্রমিক সহ প্রায় ২শতাধিক লোকজনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন। বৃহস্পতিবার ১৮০জন মাইক্রোবাস শ্রমিক, ২০টি অসহায় কর্মহীন পরিবার ও ২০জন মহিলাসহ ২২০জনের মাঝে জনপ্রতি নগদ ৫শত টাকা সহায়তা প্রদান করেন এম এ কাদিরের পক্ষে তার খালাতো ভাই সুনামগঞ্জ জেলা রোড কমিটি মাইক্রোবাস শাখার সদস্য আতাউর রহমান দুদু। এসময় জগন্নাথপুর রোড উপ-কমিটি মাইক্রোবাস শাখার সাবেক সেক্রেটারী রুনু মিয়া, সাবেক সহ সেক্রেটারী জাকারিয়া আহমদ, শ্রমিক নেতা ফকির আজিজ মিয়া, আলমগীর হোসেন, হামজা, লিকসন, রুহিন মিয়া, আবুল কাশেম প্রমূখ।
Leave a Reply