সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার কদমতলিস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দু’পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আজ শনিবার (২৩ মে) দুপুরে টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে এ ধাওয়া-ধাওয়ি হয়। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি।জানা গেছে, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আজ শনিবার দুপুরে শ্রমিকদের দু’পক্ষের মধ্যে টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে এ নিয়ে শ্রমিকরা দু’পক্ষে ভাগ হয়ে যান এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে যায় দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
Leave a Reply