স্টাফ রিপোর্টার: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কর্তৃক দেয়া বরাদ্দে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেচী গ্রামে অবস্থিত হাফিজ ফছিহ (র:) এর মাজার সড়কের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বড়ফেচী এলাকায় মাজার সংযোগ সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন শেষে মোনাজাত করেন লালা বাজার টাইটেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা এখলাছুর রহমান। এসময় বড়ফেচী পূর্বপাড়া গ্রামে মসজিদের ইমাম, পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম, বড়ফেচী বাজার মসজিদের ইমাম সহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বড়ফেচী বাজার কমিটির সেক্রেটারী সাবেক ইউপি সদস্য ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজি মো: ছালিক মিয়া জানান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: মসহুদ আহমদের প্রচেষ্টায় আমাদের এলাকার একজন পীরে কামেলের মাজারের রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। এদিকে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে হাফিজ ফছিহ (র:) মাজারের রাস্তা নির্মানের বরাদ্দ দেয়ায় মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানে প্রতি কৃতজ্ঞতা সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply