সিলেট প্রতিনিধি:-করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বর্তমানে বাংলাদেশের এই জাতীয় সংকটে বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন গরীব ও অসহায় মানুষের বাড়ি-বাড়ি। এছাড়াও নিজস্ব তহবিল থেকেও করছেন আর্থিক ভাবে সাহায্য। দিনমজুর, ভ্যানচালক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়ে তিনি অসহায় মানুষের কাছে মানবতার সেবক হিসেবে পরিচিতি পেয়েছেন কাউন্সিলর আজম খান । তিনি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ও সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরী ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় করোনা ভাইরাস উপলক্ষে ২০০ জন পরিবারের মধ্যে ত্রান ৩১মে ও ০১ জুন দুই দিনব্যাপী অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মোহাম্মদ আজম খান, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, যুগ্ম সম্পাদক জুয়েল আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল হোসেন খান প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক খান ,দপ্তর সম্পাদক শওকত আলী, সদস্য সাহেদ আলী, ও সমাজসেবী শাহেদ আরবী, মুমিনুল হক বকুল, হান্নান খান,ও ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ– সভাপতি রেজওয়ান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।যতদিন দেশে করোনার প্রভাব থাকবে ততদিন এ সাহায্য অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাউন্সিলর আজম খান । তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নিজ নিজ ওয়ার্ড এলাকায় করোনা মোকাবেলায় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, প্রধানমন্ত্রী যেন সফলভাবে করোনা মহামারি থেকে দেশকে রক্ষা করতে পারেন।
Leave a Reply