ছাতক প্রতিনিধিঃ ছাতকে করোনা উপসর্গ নিয়ে ষাটোর্ধ এক প্রাক্তন শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের বাসিন্দা এবং মন্ডলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হায়দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। ইমদাদুল ইসলাম (দরাজ মাস্টার) (৬৬) দু’দিন আগে করোনা উপসর্গ নিয়ে সিলেটস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবিরের নির্দেশে থানা পুলিশ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিম ও মরহুমের স্বজনরা লাশ দাফন করেছেন।
ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। নমুনা টেস্টের রেজাল্ট পাওয়ার পূর্বেই তার মৃত্যু ঘটেছে। ছাতকে এরআগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
Leave a Reply