জগন্নাথপুর অফিস: জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল ৪টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামে ছইল মিয়া ও হাবিবুর রহমান হবি’র লোকজনের মধ্যে। সংঘর্ষে আহতরা হচ্ছেন সুজন মিয়া (৩২), রুজন মিয়া (২৬), মিজান মিয়া (১২), মনোয়ার মিয়া (১৪), জুবায়ের মিয়া (১৫), রশিদ আহমদ (১৬), শিপন মিয়া (২০), কমির আলী (৪০)। আহতদের মধ্যে রুজন মিয়া, মিজান মিয়া ও কমির আলীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছেন। ছইল মিয়া জানান, বড় মোহাম্মদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীনের হুকুমে হবিবুর রহমান হবির নেতৃত্বে তার লোকজন আমার ভাই শফিক ও ভাতিজা ইরন মিয়া বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে। এসময় তাদের হামলায় আমাদের ৭জন আহত হয়েছেন। এদিকে প্রতিপক্ষ হাবিবুর রহমান হবির মামা ফজলু মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এঘটায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী জানান।
Leave a Reply