জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালী বন্ধু সমাজসেবা” সংগঠনের উদ্দোগে ভূরাখালী গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাওয়ার বিতরন করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন মশিউর রাহমান (শাওন), গোলাম মোস্তফা(রুমেন),আশিকুর রাহমান(তামিম),রায়হানুল হক,ফয়জুর রহমান ,মাহফুজুর রাহমান ,ইমন মিয়া, নাজমুল ইসলাম,সালমান মিয়া,সজিব মিয়া,মকদ্দুস আলী,নেছার মিয়া,শাকির আলম,শিপু মিয়া , ইব্রাহিম মিয়া , নূরুদ্দিন মিয়া,নুরুজ্জামান ,রেজওয়ান হুসাইন, আবু বককর মিয়া, সাইফুল ইসলাম,মারুফ মিয়া, মতিউর রাহমান, আকবর, রাহাত রহমান, শরিফ উদ্দিন, নাইম মিয়া,সাইদ মিয়া,শাকিব মিয়া প্রমূখ।
Leave a Reply