সিলেট প্রতিনিধি- জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে এক কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে সিসিকের ২৭ নং ওয়ার্ডের বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়।আজ (শনিবার) ২৫ জুলাই সকালে ২৭ নং ওয়ার্ডের পাটানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষ রোপন করার মধ্য দিয়ে এই কর্মসূচীর সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজম খান, গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান, পাটানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মতোওয়াল্লী মোঃ মোজাফফর খান, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ছয়েফ খান, জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক খান, মাছুমুল হক, বদরুল খান, ২৭ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মুমিনুল হক বকুল, হান্নান খান প্রমুখ।
Leave a Reply