দেশ বাংলা ডেস্ক :: কক্সবাজারের টেকনাফ উপজে’লার বাহারছড়ায় মেরিন ড্রাইভ সড়কে একটি চেকপোস্টে পুলিশের গু’লিতে সে’নাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর নি’হত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নি’হত সে’না কর্মক’র্তার নাম সিনহা মো. রাসেদ। পুলিশ জানিয়েছে ওই সে’না কর্মক’র্তা তার ব্যক্তিগত গাড়িতে করে অ’পর একজন সঙ্গী সহ টেকনাফ থেকে কক্সবাজার আসছিলেন। মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া চেকপোস্টে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লা’শি করতে চাইলে ওই সে’না কর্মক’র্তা বাধা দেন। এই নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সে’না কর্মক’র্তা তার কাছে থাকা পি’স্তল বের করলে পু’লিশ গুলি চালায়। এতে সে’না কর্মক’র্তা রাশেদ গুরুতর আ’হত হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃ’ত ঘোষণা করেন। শনিবার সকালে নিহতের ময়নাত’দন্ত সম্পন্ন হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানিয়েছেন, সামলাপুরের লোকজন ওই গাড়ির আরোহীদের ডা’কাত স’ন্দেহ করে পুলিশকে খবর দেয়। এই সময়ে পুলিশ চেকপোস্টে গাড়িটি থামানোর চেষ্টা করে। কিন্তু গাড়ির আরোহী একজন তার পি’স্তল বের করে পুলিশকে গুলি করার চেষ্টা করে। আত্ম’রক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে ওই ব্যক্তি মা’রা যায়।
এসপি জানান, এই ঘটনায় দুটি মা’মলা হয়েছে। ২ জনকে আ’ট’ক করা হয়েছে। পুলিশ পি’স্তলটি জ’ব্দ করেছে। এছাড়া গাড়িতে তল্লা’শি করে ৫০টি ইয়াবা, কিছু গাঁজা এবং দুটি বিদেশি মদের বোতল উ’দ্ধার করা হয়েছে।
নি’হত মেজর অব. রাশেদ একটি তথ্যচিত্র ধারণের কাজে এক নারী ও অ’পর ৩ জন পুরুষ সঙ্গীসহ গত এক মাস ধরে হিমছড়ির একটি রেস্টহাউজে অবস্থান করছিলেন।
Leave a Reply